Tuesday 2 February 2010

ডাক

সমুদ্র ডাকে।
এখানে, এই শীতের নির্বাসনেও
আতপ্ত বিষুবস্রোত ডাক দিয়ে যায়।
হীরের টুকরো ভাবি, তারা কাঁপে
ভেলভেট আকাশের খাঁজে;
সকালে গোলাপী সূর্য
মনোযোগ দিয়ে ভাবে উঠবে কি উঠবে না ঠান্ডা হৃদয়ে।
তাকেও সমুদ্র ডাকে,
ডুব দিতে বলে সেই সুদূরের মায়াগর্ভজলে।
আবার দিনের আলো লাল হয়ে আসে,
প্রতি রাতে
ভাঙা বিছানায়
আমার মা যন্ত্রণায় কাঁদে।
মাকেও সমুদ্র ডাকে,
সব রোগ সারাবার আশ্বাস ঢেউয়ের খামে
রেখে দিয়ে যায়।
(কবে জানি না)
আমি আর মা সমুদ্রে ডুব দেবো
একসাথে,
পিছুপিছু আলো নিয়ে অনুগত সূর্যও যাবে।

No comments: